ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ায় অনুপ্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২২ ১০:৫৬

মালয়েশিয়ায় অনুপ্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশকালে ৩৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)।

শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নৌকায় করে মানবপাচারের অভিযোগে এ সময় ৪ ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

মেলাকা ও নেগ্রি সেম্বিলান অঞ্চলের এমএমইএ পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেন, গত ৩০ জুন রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, ‘আমাদের একটি টহল নৌকা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পায়’।

ক্যাপ্টেন ইস্কান্দার আরও বলেন, ‘নৌকায় ৪ ইন্দোনেশিয়ান ছিলেন। তারাও পরিচয়পত্র দিতে ব্যর্থ হন।’

পরে নৌকায় থাকা ৪১ জনকে এমএমইএ জেটিতে নিয়ে গিয়ে আটক করা হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে এবং তার তদন্ত চলছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top