কোথায় আছেন শ্রীলংকার প্রেসিডেন্ট?
সিটি পোষ্ট | প্রকাশিত: ১১ জুলাই ২০২২ ০৮:১৪

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ব্যাপক আন্দোলনের মুখে আগামী ১৩ জুলাই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
তবে নিজ মুখে তাকে এ ঘোষণা দিতে দেখা যায়নি৷ প্রেসিডেন্টের পদত্যাগ করার বিষয়টি জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার।
প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। এ বিষয়টি আঁচ করতে পেরে তাকে সরিয়ে নেওয়া হয়।
শ্রীলংকার গণমাধ্যমগুলো শনিবার জানায়, প্রেসিডেন্টকে সেনাবাহিনীর সদর দপ্তরে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
কিন্তু এরপর তার অবস্থান সম্পর্কে আর কিছু জানা যায়নি৷
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববারও জানা যায়নি কোথায় আছেন প্রেসিডেন্ট গোতবায়া৷
এদিকে বিক্ষোবকারীরা প্রেসিডেন্টের বাসভবন ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবনে অবস্থান নিয়েছেন৷
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা জানিয়েছেন, যতক্ষণ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করছেন ততক্ষণ তারা তাদের সরকারি বাসভবনে অবস্থান করতে থাকবেন।
লাহিরু ওয়ারেসেকেরা নামে একজন ছাত্র নেতা বার্তা সংস্থা এপিকে বলেছেন, আমাদের আন্দোলন শেষ হয়নি৷ যতক্ষণ প্রেসিডেন্ট সত্যি সত্যি পদত্যাগ না করছেন আমাদের আন্দোলন থামবে না৷
তিনি আরও বলেন, আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ সময়৷ আমরা দেখব কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে৷
সূত্র: এনডিটিভি, বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: