ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
গভীর রাতে পারভেজ এলাহীকে শপথ পড়ালেন পাকিস্তানের রাষ্ট্রপতি

শেষ হাসি হাসলেন ইমরান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ০৩:৩৮

গভীর রাতে পারভেজ এলাহীকে শপথ পড়ালেন পাকিস্তানের রাষ্ট্রপতি

নানা নাটকের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সমাধান এলো সুপ্রিম কোর্ট থেকে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, পারভেজ এলাহীই নতুন মুখ্যমন্ত্রী হবেন প্রদেশটির। এর পর বুধবার প্রথম প্রহরে তাকে শপথ পড়ান দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভী। খবর জিউ নিউজের।

এর আগে সুপ্রিম কোর্ট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারির রুলিংয়ের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।  এতে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে মাজারির রুলিংকে ‘অবৈধ’ ঘোষণার পর পিটিআইয়ের প্রার্থী পারভেজ এলাহীকে প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়।

প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেত্বত্বে বিচারপতি ইজাজুল আহসান ও বিচারপতি মুনিব আখতারের সমন্বয়ে গঠিত বেঞ্চ পাঞ্জাবের গভর্নর বালিঘ উর রেহমানকে পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পারভেজ এলাহীকে শপথ পড়ানোর নির্দেশ দেন। তবে তিনি তা করতে অস্বীকার করার কারণে রাষ্ট্রপতি আরিফ আলভী পারভেজ এলাহীকে শপথ পড়ান।

 

 

খবরে বলা হয়, রাষ্ট্রপতি আলভী পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী এলাহীকে শপথ পড়াতে ইসলামাবাদ আনার জন্য বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী নির্বাচনে পারভেজ এলাহী পেয়েছিলেন ১৮৬ ভোট আর হামজা শাহবাজ পেয়েছিলেন ১৭৯ ভোট।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top