ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

‘রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে’

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২২ ০৬:৩৭

‘রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে’

রাশিয়া-ইউক্রেনের মধ্যে কয়েকদিন আগে শস্য চুক্তি হয়। এ চুক্তির মাধ্যমে ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য বের হচ্ছে। 

জার্মানির সাবেক চ্যান্সেলর ও রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু গেরহার্ড শ্রোয়েডার বলেছেন, এ শস্য চুক্তির মাধ্যমেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিও হতে পারে। 

গত সপ্তাহে রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন গেরহার্ড শ্রোয়েডার।

জার্মান গণমাধ্যম এনটিভিকে সাবেক চ্যান্সেলর বলেন, ভালো খবর হলো রাশিয়া আলোচনার মাধ্যমে একটি সমাধান চায়।

তিনি আরও বলেন, (আলোচনার মাধ্যমে) প্রথম সাফল্য হলো শস্য চুক্তি। সম্ভবত এটি ধীরে ধীরে একটি যুদ্ধবিরতিতে যেতে পারে। 

এদিকে শস্য চুক্তির মাধ্যমে রাজোনি নামের একটি জাহাজ প্রথমবারের মতো শস্য নিয়ে ইউক্রেনের বন্দর থেকে বের হয়। মঙ্গলবার এ জাহাজটি তুরস্কের বন্দরে নোঙর ফেলে।

এরপর তুরস্ক, রাশিয়া, ইউক্রেন এবং জাতিসংঘের প্রতিনিধিরা জাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। 

তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল কার্যক্রম শেষ করে মঙ্গলবারই তুরস্কের বন্দর ছাড়বে জাহাজটি। এরপর এটি যাবে চূড়ান্ত গন্তব্য লেবাননে। 

সূত্র: আল জাজিরা 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top