ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১
আফগানিস্তান পরিস্থিতি

আইএসের আস্তানা গুঁড়িয়ে দিল তালেবান

সিটি পোষ্ট | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১ ০৬:৩৬

আইএসের আস্তানা গুঁড়িয়ে দিল তালেবান

টুইটারে তিনি লেখেন, লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে চালানো সফল অভিযানে আইএসের কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও এএফপির সংবাদদাতারা অভিযানকালে বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শুনেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।

কাবুলের বাসিন্দা ও সরকারি চাকরিজীবী আবদুল রহমান এএফপিকে বলেন, তিনি যে এলাকায় থাকেন, তার পার্শ্ববর্তী এলাকার তিনটি বাড়িতে তালেবানের বিশেষ বাহিনীর বেশ কিছু সদস্য অভিযান চালান। এ সময় কয়েক ঘণ্টা ধরে লড়াই চলে। গোলাগুলির শব্দে রাতভর তাঁরা জেগেই ছিলেন।

আবদুল রহমান আরও বলেন, ওই এলাকায় আইএসের জঙ্গিরা ছিলেন। অভিযানে কতজন জঙ্গি নিহত বা গ্রেপ্তার হয়েছেন, তা পরিষ্কার নয়। তবে দুই পক্ষের লড়াই ছিল তীব্র।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মা গত সপ্তাহে মারা যান। তাঁর আত্মার মাগফিরাত কামনায় রোববার কাবুলের ঈদগাহ মসজিদে দোয়ার আয়োজন করা হয়। বিকেলে মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সরকারের সংস্কৃতিবিষয়ক কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, বিস্ফোরণে ৫ জন নিহত ও ১১ জন আহত হন। তাঁদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও তালেবান যোদ্ধারা রয়েছেন। তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ’

মুজাহিদ সোমবার এএফপিকে বলেন, বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এতে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল রোববার বলেছেন, তালেবান সরকারের আচরণ এখন পর্যন্ত খুব বেশি উৎসাহব্যঞ্জক নয়। তিনি আরও বলেন, আফগানিস্তানে অর্থনীতি ধসে পড়লে দেশটিতে সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের হুমকি বাড়বে।
ঐতিহাসিক স্থাপনা মেরামতের প্রয়োজন

এএনআই জানায়, তালেবান কর্তৃপক্ষ বলেছে, আফগানিস্তানের হেরাত প্রদেশের প্রায় ৪০ শতাংশ ঐতিহাসিক স্থাপনা জরুরিভিত্তিতে মেরামত করা প্রয়োজন। নইলে আরও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে এসব স্থাপনা রক্ষা করা সম্ভব হবে না। প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক জালমে সাফাকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top