ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত-জাপান, নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩ ২২:০৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে বলে জানিয়েছে ভারত, জাপান ও ফিলিস্তিন। দেশগুলো থেকে যথাক্রমে ৩, ১৬ ও ৬ জনের প্রতিনিধি দল পর্যবেক্ষণ করবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আসবে কি না, তা নিশ্চিত করেনি।

আজ রোববার সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। তিনি বলেন, ‘ইইউর এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লিগ থেকে প্রতিনিধি দল আসবে। আরও কিছু আবেদন আছে।’

কোন দেশগুলো আসবে নিশ্চিত করেছে– এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘ভারত থেকে ৩, জাপানের ১৬ ও ফিলিস্তিন থেকে ৬ জন আসবেন। ফিলিস্তিনের হয়ে এখানকার দূতাবাসের প্রতিনিধিরাও থাকবেন। ওআইসি এবং আরব লিগ থেকে পর্যবেক্ষক পাঠাবে বললেও এ মুহূর্তে তাদের সংখ্যা আমাদের কাছে নেই। আর যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি। অন্য আবেদনগুলোর ওপর কাজ হচ্ছে, তারা নিশ্চিত করলে নির্বাচন কমিশনকে জানানো হবে

সেহেলী সাবরীন জানান, ১০-১১ ডিসেম্বর কাতারে ‘২১তম দোহা ফোরামে’ অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। শনিবার দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বুদ্ধিজীবী হত্যায় জড়িত চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফকে দেশে ফেরত আনার বিষয়ে আরেক প্রশ্নে তিনি জানান, নৃশংস এ হত্যাকাণ্ডের হোতা চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফকে ফেরত আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা তাদের অবস্থানরত দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আইনি প্রক্রিয়াও চলমান। মাইনুদ্দিন যুক্তরাজ্য এবং আশরাফ আছেন যুক্তরাষ্ট্রে




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top