ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

গাজায় অব্যাহত বোমা হামলা, নিহত বেড়ে সাড়ে ২২ হাজার ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৪ ০৩:২১

ইসরায়েলি বাহিনী

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (৫ জানুয়ারি) গাজার নুসিরাত, মাগাজি ও বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন, ৫৭ হাজার ৯১০ জন।
এদিকে লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে জানিয়েছে, ইসরায়েল ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস নেতা সালেহ আল-আরোরিকে হত্যা করেছে।
অন্যদিকে দক্ষিণ গাজার অনেক শরণার্থী শিবির ও আগে নিরাপদ জোন ঘোষণা করা এলাকায়ও এখন বোমা হামলা চলানো হচ্ছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ইসরায়েল।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজার স্বাধীনতাকমী সংগঠন হামাসের অপারেশন শেষ হলে ইসরায়েলও শেষ হবে। কেরমান প্রদেশের একটি শহরে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top