ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বৃদ্ধ সাধুগুরুকে বিয়ে করলেন সামান্থা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৮

বৃদ্ধ সাধুগুরুকে বিয়ে করলেন সামান্থা

গত বছর ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘পুষ্পা’র আইটেম গান দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে মুম্বাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। কিন্তু ‘কফি উইথ করণ’-এ হাজির হওয়ার পর থেকে সামান্থার কোনো খবর নেই। এর মধ্যে গত সপ্তাহে চাউর হয়, জটিল ত্বকের রোগে ভুগছেন অভিনেত্রী। কোনো গণমাধ্যম আবার জানায়, চর্মরোগের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাবেন সামান্থা। তবে দিন দুই আগে অভিনেত্রীর ম্যানেজার মহেন্দ্র জানান, সামান্থার অসুস্থতার খবর পুরোটাই গুজব।

তবে ভারতের একাধিক জনপ্রিয় নিউজ পোর্টাল সামান্থাকে নিয়ে নতুন খবর প্রকাশ করেছে। যা শুনলে সবার চোখ কপালে উঠতে বাধ্য। গত বছর তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির চকলেট বয় নাগা চৈতন্যর সঙ্গে দীর্ঘদিনের সংসার ভাঙার পর এই অভিনেত্রী নাকি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের খবরে না যতটা চমকাবেন, তার চেয়ে চমকাবেন পাত্রের নাম শুনলে! তিনি ৮০ বছরের বৃদ্ধ ধর্মীয় গুরু জগদীষ বাসুদেবকে বিয়ে করতে যাচ্ছেন! এই গুরুর সঙ্গে সামান্থার পরিচয় যখন তিনি সংসার ভাঙন ও নানা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এই সাধু গুরুর সঙ্গ ও কথাবার্তাই নাকি তাকে আবার সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আর তাই স্বামী হিসেবে এই বৃদ্ধ লোকটাকেই বেছে নিচ্ছেন সামান্থা!

এদিকে জানা গেছে, সামান্থার আড়ালে থাকার কারণ। তিনি নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর জন্য প্রস্তুত হচ্ছেন। প্রস্তুতির অংশ হিসেবে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। মারপিটের দৃশ্যের জন্য ফিটনেস বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কাজ করছেন তিনি।

স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এ তার সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। রুশো ব্রাদার্সের সিরিজে ভারতীয় সংস্করণটি পরিচালনা করছেন ‘ফ্যামিলি ম্যান’খ্যাত রাজ ও ডিকে। এটি পরিচালক জুটির সঙ্গে সামান্থার ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজটি দারুণ প্রশংসিত হয়। সামনে সামান্থাকে দেখা যাবে নতুন ছবি ‘শকুন্তলম’-এ। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অ্যাকশন থ্রিলার ‘যশোদা’।

 
 

facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top