ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আইসিজে রায়ের পরে গাজায় ১৭৪ জনকে হত্যা করল ইসরাইল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৪ ০৩:২২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর গাজায় হামলা চালিয়ে ১৭৪ জনকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে ৩১০ জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৫৭ জনে। এছাড়া আহত হয়েছে ৬৪ হাজার ৭৯৭ জন।শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।এদিকে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার করা মামলার রায় শুক্রবার দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। হেগে আদালত ছয়টি নির্দেশনা দিয়েছে।

এগুলো হলো :
১. আদালত বলেছে, এই মামলায় আদেশ দেয়ার এখতিয়ার রয়েছে তাদের।
২. আদালত গণহত্যা প্রতিরোধ করতে, গণহত্যার উস্কানির শাস্তি দিতে নির্দেশ দিয়েছে ইসরাইলকে।
৩. গণহত্যা বন্ধ করতে সব পদক্ষেপ গ্রহণ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
৪. অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
৫. আদালত ফিলিস্তিনিদের রক্ষা করতে আরো পদক্ষেপ গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেছে। তবে যুদ্ধবিরতির নির্দেশ দেয়নি।
৬. এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
আন্তর্জাতিক আদালতের এই রায়ে খুশি হয়েছে দক্ষিণ আফ্রিকা। আর হতাশ হয়েছে ইসরাইল। কারণ দক্ষিণ আফ্রিকার যুক্তি মেনে নিয়েছে আদালত। তবে দক্ষিণ আফ্রিকা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির যে আদেশ দিতে বলেছিল আদালতকে, তা দেয়া হয়নি। এটা তাদের জন্য পুরোপুরি জয় আনেনি।

তবে আদালতের ১৭ জন বিচারপতির বেশিভাগই অন্যান্য পদক্ষেপের পাশাপাশি ফিলিস্তিনি নারীদের সুরক্ষার ওপর জোর দিয়েছে। তাদের যাতে দৈহিক ও মানসিক কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের পূর্ণাঙ্গ রায় দিতে কয়েক বছর লেগে যাবে। তবে শুক্রবারের রায়ের ফলে গাজার ফিলিস্তিনিরা কিছু সুরক্ষামূলক রক্ষাকবচ পাবে।

এখন ইসরাইল কী করবে, তা দেখার বিষয়। আইসিজের রায় পালন বাধ্যতামূলক। তবে তা বাস্তবায়ন করার কোনো ব্যবস্থা নেই। ফলে ইসরাইল এই রায়কে তোয়াক্কা নাও করতে পারে। তবে কূটনীতিকরা এখন যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগে কাজ করতে পারবেন।
সূত্র : আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরাইল এবং অন্যা




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top