হঠাৎ কেন গণভোট আয়োজনের ঘোষণা রাশিয়ার, কি হবে পরিণতি?
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২ ০০:৪০

ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে একসঙ্গে গণভোট আয়োজন করার ঘোষণা দিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।
এ গণভোটের পর চারটি অঞ্চল যোগ দেবে রাশিয়ার সঙ্গে। এগুলো হয়ে যাবে রাশিয়ার অংশ।
হঠাৎ করেই মঙ্গলবার গণভোটের ঘোষণা আসে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এমন ঘোষণা দেওয়া হবে এটি জানতেন না ইউক্রেনের কর্মকর্তারাও।
হঠাৎ করে কেন এ চারটি অঞ্চলে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিল রাশিয়া? গণভোট শেষে এর পরিণতি কি হবে?
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, গণভোটের মাধ্যমে এসব অঞ্চল স্থায়ীভাবে রাশিয়ার অংশ করা হবে।
এরপর রাশিয়ার পক্ষ থেকে বলা হবে এগুলো ‘রাশিয়ার অংশ’। আর রাশিয়ার অংশে কোনো ধরনের হামলা হলে তারা পারমাণবিক হামলা বা সরাসরি যুদ্ধ ঘোষণা করার অজুহাত খুঁজে পাবে। ফলে ইউক্রেনে সর্বশক্তি প্রয়োগ করতে পারবে।
মানে এ গণভোটের পরিণতি হতে পারে- পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা বড় ধরনের একটি ‘ঘোষিত যুদ্ধ’। রাশিয়ার পক্ষ থেকে বর্তমানে বলা হচ্ছে তারা ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে।
রাশিয়ান রাজনৈতিক বিশ্লেষক তাতিয়ানা স্তানোভায়া বলেছেন, এ গণভোট ইউক্রেন ও পশ্চিমাদের প্রতি রাশিয়ার একটি স্পষ্ট আল্টিমেটাম যে, সময় শেষ হওয়ার আগে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে হবে। নয়ত অবস্থা এরকমই হবে।
তিনি বলেছেন গণভোটের মাধ্যমে রাশিয়া ইউক্রেনকে সতর্কতা দিতে যাচ্ছে- পিছিয়ে যাও নয়ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।
দ্য গার্ডিয়ান আরও বলেছে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনারা খারকিভ দখলমুক্ত করার পর দোনবাসের দিকেও নজর দিয়েছে। এটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাশিয়া। ফলে তারা হঠাৎ করে নিজেদের দখলকৃত অঞ্চলগুলোতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আপনার মূল্যবান মতামত দিন: