ডিজিটাল নিরাপত্তা আইনে দৌড়াত্ব
সাংবাদিক মামুন আব্দুল্লাহ’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২২ ১৬:৩৪

ডিজিটাল নিরাপত্তা আইনে দৌড়াত্ব বেড়েই চলছে। রেহায় পাচ্ছে না নির্ভিক সংবাদ কর্মীরা। এবার শীর্ষ স্থানীয় পত্রিকা দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার মামুন আব্দুল্লাহ’র বিরূদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে একটি ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বা তথ্য-প্রযুক্তি আইনে অন্যটি হত্যা মামলা। রাজধানী ঢাকায় পৃথক থানায় দায়ের করা এ দুটি মামলায় সম্প্রতি এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও প্রাণ নাশের ভয়ে তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন আব্দুল্লাহ’র বিরুদ্ধে দায়েরী ফতুল্লা থনায় গত ২১ নভেম্বর সাইবার ট্রাইবুনাল আইনে মামলা দায়ের হয়েছে। সাইবার ট্রাইবুনাল মামলা নং- ৫০০/২০২২, ধারা- ২১ (১)(ক),২৮(১) এবং ২৯(১) ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত মামলাটি বর্তমানে ঢাকার সাইবার ট্রাইবুনালে বিচারাধীন। একই সঙ্গে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান সিটিপোষ্ট২৪ডটকমকে বলেন, ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত একটি মামলায় দেশ রূপান্তরের রিপোর্টার মামুন আব্দুল্লাহ’র নামে দায়ের হওয়া একটি মামলা ঢাকার সাইবার ট্রাইবুনালে বিচারাধীন ছিল। সম্প্রতি ওই মামলায় গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
এছাড়াও ঢাকার মিরপুর থানায় গত ৬ ড়িসেম্বর ২০২১ তারিখে মিরপুর মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৯৮, জি. আর. মামলা নং- ৮০৮/২০২১ ইংরেজী, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ সংক্রান্ত। এই মামলাটিতেও গ্রেপ্তারি পরোয়াানা ইস্যু হয়েছে।
এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান সিটিপোষ্ট২৪ডটকমকে বলেন, আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন আব্দুল্লঅহ নামে একটি মামলার ওয়ারেন্ট ( গ্রেফতারি পরোয়ানা) রয়েছে। এর আগে তার নামে মডেল থানায় একটি হত্যা মামলায় এই প্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। কিন্তু তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি শিগগিরিই তিনি গ্রেফতার হবেন।
এর আগে ২০২১ সালের অক্টোবরে র্যাপিড একশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা তাকে ঢাকায় নিজ বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। এরপর ঢাকার মিরপুরস্থ বেড়িবাধের নির্জন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। কার্যত এ ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান এবং প্রাণনাশের ভয়ে গোপনে দেশ ত্যাগ করেন।
পরিবারের অভিযোগ, ১০ আগষ্ট ২০২১ সালের ঢাকায় বাসার সামনে থেকে রাতের বেলা তাকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। তুলে নিয়ে যাওয়ার সময় আমার ছোট ভাই দেখে ফেলে। এ বিষয়ে থানা যোগাযোগ করে কোন লাভ হয়নি।
পরের দিন সকালে ঢাকার মিরপুরস্থ বেড়িবাধের নির্জন এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। এরপর কিছ’ দিন আত্মগোপনে থেকে জীবন বাঁচাতে ৩১ অক্টোবর ২০২১ দেশ ত্যাগ করে বিদেশ পারি জমায়।
নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের একজন সদস্য জানায়, দুর্নীতির বিরুদ্ধে ’আপসহীনতার’ কারনে ভয়াবহ রূপ নেয়। এসব মামলা মূলত রাজনৈতিক প্রতিহিংসামূলক।
তার আইনজীবী মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, আমার ,মক্কেল বিশিষ্ট সাংবাদিক মামুন আব্দুল্লাহ দীর্ঘ ১ যুগ ধরে দৈনিক যুগান্তর, জাগোনিউজ ২৪ ডটকমসহ একাধিক পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি বরাবরই একজন অনুসন্ধানী প্রতিবেদক।তার বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসা ও একটি স্বার্থান্বেষী মহলের বিরাগভাজন হয়েছেন। এখন দুটি মিথ্যা মামলায়গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। পুলিশ তাকে খুজছে।
আপনার মূল্যবান মতামত দিন: