১৩ জন ধান-চাল ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ০৪:৩৯

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুত রাখায় ১৩ জন ব্যবসায়ীকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে নিয়ামতপুর, মান্দা, ধামইরহাট ও নওগাঁ সদর উপজেলার ১৩ জন ধান-চাল ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
সোমবার রাত ৯টায় জেলা প্রশাসক মো. গোলাম মওলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার দামপুরা বাজারে অবৈধভাবে ১৮০০ মণ ধান মজুত করায় জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিয়ামতপুরে নিমদীঘি বাজারে সরকারি অনুমোদনের অতিরিক্ত প্রায় ২৫০০ মণ ধান অবৈধভাবে মজুত করায় রুহুল আমিন নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সাপাহার উপজেলায় লাইসেন্স বিহীন ধান মজুতের দায়ে দুইজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধামইরহাট উপজেলায় লাইসেন্স বিহীন ধান মজুতের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ২ জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সদর উপজেলায় ধান ও চালের অবৈধ মজুত রাখা ও লাইসেন্স বিহীন রাইস মিল পরিচালনায় চারজন মিল মালিককে চারটি মামলায় সর্বমোট ২ লাখ ৭০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৭ দিনের মধ্যে সব মালিককে মজুতকৃত সব ধান ও চাল বাজারজাতকরণের মুচলেকা নেওয়া হয়। অন্যদিকে সদর উপজেলায় খুচরা বাজারে অভিযান পরিচালনা করে মোটা স্বর্না-৫ জাতের চাল সর্বোচ্চ ৪৬ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার বিভিন্ন ধান-চালের প্রতিষ্ঠানে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: