ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

৪ শতাংশ সুদে ঋণ পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা

তানজিমুর রহমান | প্রকাশিত: ২৯ জুন ২০২২ ০৪:২৮

৪ শতাংশ সুদে ঋণ পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয় দেশের বন্যাকবলিত এলাকা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত শেরপুর, জামালপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দ্বারা চিহ্নিত জেলাগুলোতে এ ঋণ দেয়া হবে।

এ ছাড়া প্রজ্ঞাপনে আরো বলা হয়, করোনা মোকাবিলায় ২০২১ সালে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গঠিত ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের ব্যবহার না হওয়া অর্থের ন্যূনতম ৪০ শতাংশ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দিতে হবে।

এ তহবিলের আওতায় ব্যাংকগুলো ১ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এবং আরো ৩ শতাংশ বাড়িয়ে ব্যাংক থেকে ৪ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন কৃষকরা।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব লাখ লাখ কৃষক। মৌসুমের শুরুতেই তলিয়ে গেছে বোরো ফসল। তারপর আউশ ও সবজি ক্ষেত। বানের পানিতে ভেসে গেছে ঘরে রাখা ধানও।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় উদ্যোগ নেয়ার কথা জানিয়ে কৃষি বিভাগ বলছে, সামনের আমন মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণের সব ধরনের চেষ্টা করা হচ্ছে।


 
 
 
পাঠকের মন্তব্য
 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top