ঢাকা | সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুক্র ও শনিবার * অফিস ৮-৩টা, ব্যাংক লেনদেন ৯-৩টা

বদলে গেল অফিস ও ব্যাংকের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৬:০৪

বদলে গেল অফিস ও ব্যাংকের সময়সূচি

আগামীকাল বুধবার থেকে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সব তফশিলি ব্যাংকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন হবে। আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে অবশ্যই বিকাল ৫টার মধ্যে ব্যাংক বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করতে হবে। এতে অফিসে দৈনিক কর্মঘণ্টা কমল এক ঘণ্টা। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোরুল ইসলাম। সরকার মনে করছে, এই তিনটি সিদ্ধান্তের ফলে জ্বালানি, বিদ্যুৎ সাশ্রয় হবে এবং রাজধানী ঢাকায় যানজট কমে আসবে।

বিদ্যমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় করে ডলারের ওপর চাপ কমাতে সরকার থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে (সভাকক্ষ) অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অবস্থান নিয়ে এ বৈঠকে যোগ দেন মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। বর্তমানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। আর ব্যাংকগুলোর অফিসের কার্যক্রম চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২৪ আগস্ট বুধবার থেকে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে সেগুলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা নেই। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিসগুলোয় কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে লাইট যথাসম্ভব কম জ্বালানো এবং এয়ারকুলার (এসি) কম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। তিনিও নির্দেশনা দিয়ে দিচ্ছেন, সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। কোন দুই দিন বন্ধ থাকবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ওনারা (শিক্ষা মন্ত্রণালয়) ঘোষণা করবেন। এটা ফাইনাল হয়ে গেছে, ওনারা আদেশ জারি করবেন। এসব সিদ্ধান্তের কারণে দুটি সুবিধা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। একটি হলো বিদ্যুৎ সাশ্রয় হবে, আরেকটি হলো ট্রাফিক জ্যাম কমবে। পরে বিকালে শিক্ষা মন্ত্রণালয় শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি নির্ধারণ করে সরকারি আদেশ জারি করে।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৬ মার্চের পর ৫৪৪ দিন বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনার দাপট কিছুটা কমে এলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পায় শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এলো।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, সারা দেশে আমনের সেচ নিশ্চিত করতে সামনে ১২ থেকে ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। যাতে সেচে কোনো অসুবিধা না হয়।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ৭ জুলাই সারা দেশে আলোকসজ্জা না করার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ওই মাসের ১৯ তারিখ থেকে সারা দেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এদিকে সোমবার রাতে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারির মাধ্যমে জানায়, সরকারি-বেসরকারি খাতের সব ব্যাংকে লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আনুষঙ্গিক কাজ সমন্বয় করে বিকাল ৫টার মধ্যে ব্যাংক বন্ধ করে কর্মকর্তা-কর্মচরীদের অফিস ত্যাগ করতে হবে। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগের নিয়মে সার্বক্ষণিক খোলা থাকবে।

 

 
facebook sharing button



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top