ঢাকা | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

দীর্ঘদিন ক্ষমতায় থাকলেই কেন স্বৈরশাসক বলতে হবে

তানজিমুর রহমান | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ২৩:২৯

রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী

রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী

স্বাধীনতা ও সুবিচারকে বাদ দিয়ে, উন্নয়ন হয় না। এসব একে অন্যের সাথে জড়িত। তাই, উন্নয়ন বললে বাংলাদেশকে সব কিছু নিয়েই ভাবতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা-বিআইডিএস'র বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা।

তাদের মতে, জনগণের জীবনমান ভালো করলে তারাই উন্নয়নের দায়িত্ব নেবে। জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, ভোট নয়, ভাতের নিশ্চয়তা চায়। তিনি বলেন জনগণের মৌলিক অধিকার নিশ্চয়তার জন্য সরকার কাজ করছে।দীর্ঘদিন ক্ষমতায় থাকলেই কেন স্বৈরশাসক বলতে হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে বিনিময় হারকে বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন বিআইডিএসের গবেষণা পরিচালক মনজুর হোসেন। তবে তিনি পরামর্শ দিয়েছেন যে সাময়িক পদক্ষেপ হিসেবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রিতভাবে বিনিময় হারকে বাজারভিত্তিক করা যেতে পারে। এ ক্ষেত্রে প্রধান কিছু মুদ্রার সমন্বয়ে একটা কারেন্সি বাস্কেট পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অধিবেশনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top