দায় এড়াতেই কি হোম ‘এডভান্টেজ’ নিচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩ ২২:৩৫

এই হোম এডভান্টেজ নেওয়ার বাজে সংস্কৃতি দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও বাড়তি হোম এডভান্টেজ নিয়েছিল বাংলাদেশ।
সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজেও একই ব্যবধানে হারায় টাইগাররা।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে পরাস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খায় বাংলাদেশ।
বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও হেরে যায় টাইগাররা। শুধু তাই নয়! ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে অংশ নিয়ে মাত্র ২টি জয় পায় বাংলাদেশ।
গত মাসে ভারতে ক্রিকেট বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে সবার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাইগাররা। সেই হারের ক্ষতে প্রলেপ দিতেই হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে বাড়তি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
বুধবার শুরু হয় ঢাকা টেস্ট। মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে ক্রিকেট পরাশক্তি নিউজিল্যান্ড।
ঢাকা টেস্টের প্রথম দিনেই উইকেট পড়ে ১৫টি। এদিন খেলা শেষে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমাদের স্পিন অ্যাটাক ভালো, সুযোগ তো অবশ্যই থাকে। সিলেটের উইকেটও স্লো ছিল, ব্যাটাররা সহায়তা পেয়েছে পরে আবার স্পিনাররা সহায়তা পেয়েছে। আমরা তো মিরপুরে খেলে অভ্যস্ত। বাইরে গেলে প্রত্যেক দলই হোম এডভান্টেজ নিতে চায়। আমরাও একটু হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছি।’
মিরাজ আরও বলেন, ‘যেহেতু টেস্ট ক্রিকেট এবং প্রথম ম্যাচ জিতে যেহেতু এগিয়ে আছি, এই টেস্ট জিততে পারলে পয়েন্ট টেবিলেও এগিয়ে থাকব। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। দুটি ম্যাচই জিতলে দলের অবস্থান অনেক উপরে চলে যাবে। যতটুকু এডভান্টেজ আছে অবশ্যই নেওয়ার চেষ্টা করছি। আমরা যদি প্রতিপক্ষকে অলআউটই না করতে পারি, তাহলে তো জিততে পারব না। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাথে অনেকটা এরকম উইকেটেই আমরা জিতেছি।’
আপনার মূল্যবান মতামত দিন: